ই-পেপার সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪
সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪

শীতে হুডি পোশাক
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১:১০ এএম  (ভিজিট : ৩৪৩)
ফ্যাশন ব্র্যান্ড ইজি ছেলেদের জন্য নিয়ে এসেছে ট্রেন্ডি শীতপোশাক। ট্রেন্ডি এসব পোশাক শীত নিবারণের পাশাপাশি দেবে ফ্যাশনেবল লুক। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে ইজি বরাবরই এগিয়ে। এই শীতে প্রতিষ্ঠানটির সবগুলো আউটলেট সেজেছে উইন্টার কালেকশনে। হুডি ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের মধ্যেও জনপ্রিয় পোশাক। 

হুডি পোশাক পশ্চিমা ফ্যাশনের গুরুত্বপূর্ণ এক সংস্করণ। সময় বদলের ফ্যাশনে হুডি টিনএজদের মধ্যে জনপ্রিয় একটি পোশাক ও ফ্যাশন হয়ে উঠেছে। 

হালকা শীতের মধ্যে এ পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। শীতের সহনীয় আঁচ গায়ে অনুভূত হওয়ামাত্র তরুণ-তরুণীরা গায়ে জড়ায় তাদের প্রিয় হুডি। 

বাজার ঘুরে দেখা যায়, আগের বছরগুলোর তুলনায় চলতি হাওয়ার হুডি ট্রেন্ডগুলোয় বিশেষ পরিবর্তন এসেছে। ফ্যাশন বা পোশাক যেদিক থেকেই বলি না কেন, এটি এখন তরুণ-তরুণীদের মধ্যে হুডি পরিচিত হয়ে উঠেছে।

রং, ঢং ও স্টাইলে হুডিগুলোতে এসেছে পরিবর্তন। ফুলসিøভ ক্যাজুয়াল ও কটন হুডিগুলোই বেশি বিক্রি হচ্ছে। ইজির পোশাকের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ক্রয়ক্ষমতার মধ্যে সবচেয়ে বেশি কোয়ালিটিসম্পন্ন প্রোডাক্ট।

সারা বছরের অন্যান্য কালেকশনের সঙ্গে উইন্টারের অন্যান্য কালেকশন যেমন হুডি, জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, কোট ইত্যাদিও রয়েছে সারা দেশে ছড়ানো ইজির সব আউটলেটে।  
ইজির সব পোশাক পাওয়া যাবে তাদের  পেইজে: https:/ww/w.facebook.com/easyfashionltd.bd/

সময়ের আলো/আরএস/ 







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close