প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৪ এএম (ভিজিট : ৪০২)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
২০২২ সালের জন্য কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ বা গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশবিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনীতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
পুলিৎজার পুরস্কার
২০২৩ সালের পুলিৎজার সাহিত্যের কথাসাহিত্য শাখায় পুরস্কার পেলেন দুজনÑ কথাসাহিত্যিক বারবারা কিংসোলভার ও হারমান ডিয়াজ। কিংসোলভার
কথাসাহিত্যের পাশাপাশি কবিতা এবং প্রবন্ধও লেখেন। তার পুলিৎজার পাওয়া উপন্যাসের নাম ‘ডেমন কপারহেড’। আরেকজন পুলিৎজার পুরস্কারজয়ী কথাসাহিত্যিক হলেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া ঔপন্যাসিক হারমান ডিয়াজ। তার দ্বিতীয় উপন্যাস ‘ট্রাস্ট’-এর জন্য পেলেন পুলিৎজার পুরস্কার। ভার্জিনিয়ার আটলান্টিক থিয়েটার কোম্পানির সঙ্গে কাজ করছেন ক্যালিফোর্নিয়ার ইরানি-আমেরিকান নাট্যকার সানাজ তুসি। এবারের পুলিৎজার পুরস্কার পেয়েছে তার নাটক ‘ইংলিশ’। ২০২৩ সালের পুলিৎজার সাহিত্যের কবিতা শাখায় পুরস্কার পেয়েছেন সেন্ট লুইয়ে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক কবি কার্ল ফিলিপস। তার কবিতার বইয়ের নাম ‘দেন দ্য ওয়ার : অ্যান্ড সিলেক্টেড পোয়েমস ২০০৭-২০২০’।
বুকার পুরস্কার
২০২৩ সালের ‘বুকার’ পুরস্কার জিতেছেন আইরিশ লেখক পল লিঞ্চ। আয়ারল্যান্ডের ওপর নেমে আসা অত্যাচার নিয়ে লেখা উপন্যাস ‘প্রফেট গান’-এর জন্য তিনি এবার বুকার জয় করেছেন। সংক্ষিপ্ত তালিকায় থাকা আরও পাঁচজনকে পেছনে ফেলে লিঞ্চ মর্যাদাবান পুরস্কারটি জিতে নিয়েছেন। উপন্যাসে আয়ারল্যান্ডকে একটি নব্য ফ্যাসিবাদী জাতীয়তাবাদী সরকারের শাসনের অধীনে কল্পনা করা হয়েছে। অস্থির সময়কালের প্রেক্ষাপটের এ গল্পে ইউনিয়ন নেতা ও শাসনের অনুভূত শত্রুদের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। এর ফলে গৃহযুদ্ধ সৃষ্টি হয়। সঙ্গে অর্থনৈতিক পতন। এর মূল অংশে ডাবলিনে চার সন্তানের এক মা কীভাবে তার পরিবারকে এরকম অস্থির সময়কালে সর্বগ্রাসীবাদ থেকে রক্ষা করে তা-ই তুলে ধরা হয়েছে।
সময়ের আলো/আরএস/