ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

ড্রেসিংয়ের পর পুনরায় মাসাহ করতে হবে?
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৩:২৬ এএম  (ভিজিট : ৬১০)
এক দুর্ঘটনায় আমি হাতে চোট পেলে তাতে ব্যান্ডেজ লাগানো হয় এবং প্রতিদিনই ড্রেসিংয়ের প্রয়োজন হয়। সে স্থানে পানি লাগানো নিষেধ। তাই আমি ব্যান্ডেজের ওপর মাসাহ করি। জানার বিষয় হলো, যদি আমি ড্রেসিংয়ের আগে ব্যান্ডেজের ওপর মাসাহ করে থাকি তা হলে কি ড্রেসিংয়ের পর পুনরায় মাসাহ করতে হবে?
মনিরুল ইসলাম নাটোর

উত্তর : না, মাসাহ করার পর ড্রেসিং করা হলে এ কারণে পুনরায় মাসাহ করা জরুরি নয়। তবে ড্রেসিং করার সময় যদি আপনার ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পরিমাণ রক্ত, পুঁজ বা পানি বের হয় তা হলে আপনার ওজু ভেঙে যাবে। এ ক্ষেত্রে পুনরায় ওজু করে ব্যান্ডেজের ওপর মাসাহ করতে হবে। আর যদি গড়িয়ে পড়া সামান্য পরিমাণ রক্ত, পুঁজ বা পানি বের না হয় তা হলে শুধু ব্যান্ডেজ পরিবর্তন বা ড্রেসিংয়ের কারণে আপনাকে ওজু বা মাসাহ কিছুই করতে হবে না। (কিতাবুল আসল : ১/৪৪; বাদায়েউস সানায়ে : ১/৯০; আদ্দুররুল মুখতার : ১/১৩৫)

সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close