ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রিয়ালেই থাকছেন আনচেলত্তি
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৪:১৫ এএম  (ভিজিট : ৪২৬)
রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি, গুঞ্জনটা শোনা যাচ্ছিল মৌসুমের শুরু থেকেই। কাতার বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তাকে যে খুব করেই চাচ্ছিল ব্রাজিল। যে কারণে তিতে বিদায় নেওয়ার পর স্থায়ীভাবে কোনো কোচ লাতিন পরাশক্তিরা নিয়োগ দেয়নি। আশা নিয়ে আনচেলত্তির সম্মতির অপেক্ষায় ছিল ব্রাজিল। আপাতত তাদের অপেক্ষা ঘুচছে না, কেননা রিয়ালের সঙ্গেই নতুন চুক্তিতে আবদ্ধ হতে চলেছেন আনচেলত্তি।

তার ব্রাজিলে যাওয়ার গুঞ্জন যখন তুঙ্গে, তখন থেকেই আনচেলত্তি বলে আসছিলেন-থাকতে চান রিয়ালেই। তার চাওয়াটাই পূরণ হচ্ছে। শুক্রবার এক বিবৃতি দিয়ে স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে-২০২৬ সাল পর্যন্ত তাদের সঙ্গেই থাকবেন আনচেলত্তি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।’ অর্থাৎ আপাতত তাকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই ব্রাজিলের। আনচেলত্তির অধীনে চলতি মৌসুমে লা লিগায় শীর্ষে আছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগেও দাপট দেখিয়ে তারা নাম তুলেছে শেষ ষোলোয়।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close