ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রানেই অলআউট বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:৩০ এএম আপডেট: ৩১.১২.২০২৩ ১০:০৫ এএম  (ভিজিট : ৪৭৩)
সিরিজ জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।শেষ পর্যন্ত ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। 

বিপর্যয়ের শুরুটা হয় সৌম্য সরকারকে দিয়ে। ইনিংসের প্রথম ওভারে টিম সাউদির বলে কাভারে চার দিয়ে তিনি শুরু করেছিলেন। কিউই পেসারের বল বাঁক ভেতরে ঢুকতেই লেগ বিফোরের আবেদন, আম্পায়ারের আবেদনের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন সৌম্য। কিন্তু আম্পায়ার্স কলে কাঁটা পড়ে টাইগারদের প্রথম উইকেট।

ওয়ানডাউনে নেমে নাজমুল হোসেন শান্তও শুরু করেছিলেন চার মেরে। কিন্তু পরের ওভারেই তরুণ পেসার বেন সিয়ার্স তাদের লাগাম টানেন। তাতে ওপেনার রনি তালুকদারেরও অবদান ছিল, তিনি টানা ডট বল খেলায় টাইগারদের চাপ বাড়ে। চাপ কমাতে অতি-আক্রমণাত্মক হয়ে ওঠেন শান্ত। মিলনের বলে বাউন্ডারি মারার চেষ্টায় ক্যাচ দেন পয়েন্টে। ১৫ বলে তিনি ১৭ রান করেন।

পরের ওভারে সিয়ার্সের বলে আউট রনিও। কিউই পেসারের ইয়র্কারে তিনি এলবিডব্লিুউ হয়ে যান। তার বিদায় মাত্র ১০ রানে (১০ বল)। পেসারদের পর ঝলক শুরু কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের। আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়রা তার বলে সুবিধা করতে পারছিলেন না। 

এরপর নিয়মিতে বিরতিতে আউট হয়ে ফিরেছেন আফিফ (১৩ বলে ১৪), হৃদয় (১৮ বলে ১৬), শেখ মেহেদী (১৩ বলে ৪) এবং শামীম হোসেন পাটওয়ারী (১৪ বলে ৯ রান)। এরপর রিশাদ ১০ রান, শরীফুল ৪ ও তানভীর ৮ রান করেন। ১১০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। 

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close