ই-পেপার শুক্রবার ৪ অক্টোবর ২০২৪
শুক্রবার ৪ অক্টোবর ২০২৪

‘অধিনায়ক’ শান্তর প্রশংসায় হাথুরু
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১:৫৭ এএম  (ভিজিট : ৬০৮)
দীর্ঘমেয়াদে তিন সংস্করণেই সাকিব আল হাসান টিম বাংলাদেশের অধিনায়ক-সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে। তা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য নেই। থাকার কথাও নয়। তারকা অলরাউন্ডারের নেতৃত্বগুণ নিয়ে যে সংশয় নেই। কিন্তু নিয়মিত তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয়ের অবকাশ আছে যথেষ্টই।

ক্যারিয়ারের সূচনালগ্ন থেকেই বাংলাদেশ দলে সাকিব অটোমেটিক চয়েস। কিন্তু বিগত ১৬ বছরে এমন অনেক সিরিজ এবং ম্যাচ গেছে, যেখানে তারকা অলরাউন্ডারের সার্ভিস পাওয়া যায়নি। কখনো চোটের কারণে বাইরে থেকেছেন, কখনো আবার খামখেয়ালিপনায়। ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে জাতীয় দলকে উপেক্ষা করার নজিরও কম নেই। যদিও সাম্প্রতিক সময়ে সাকিব ঘোষণা দিয়েছেন, সামনে জাতীয় দলকে বেশি সময় দেবেন। আপাতত তাই বিকল্প অধিনায়কের ভাবনা বিসিবিতে সেভাবে নেই।

ভবিষ্যৎ ভাবনায় অবশ্য অধিনায়ক সাকিবের যোগ্য উত্তরসূরি খুঁজে নেওয়ার একটা তাড়না আছে। এ ক্ষেত্রে নাজমুল হোসেন শান্তর নামটাই আসছে আগে। আগামী দিনে টিম বাংলাদেশের কাণ্ডারি হওয়ার জন্য তিনি যে যোগ্য, ইতিমধ্যে তা প্রমাণিতও। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এই তরুণ, তাতে ব্যাপক প্রশংসিত হয়েছেন। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত ছিলেন দুর্দান্ত।

দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো রীতিমতো পঞ্চমুখ শান্তর প্রশংসায়। সিনিয়রদের অনুপস্থিতিতে যেভাবে দল সামলেছেন এই তরুণ, তাতে তিনি মহাখুশি। রোববার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড সফরের শেষ ম্যাচটির পর হাথুরু বলেছেন, ‘তরুণ এই দলটির কোনো ভয়ডর নেই। মাঠে নেমে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরেকটি ব্যাপার হলো-শান্তর নেতৃত্ব। সে অসাধারণ ছিল। ট্যাকটিক্যালি ছিল নিখুঁত। দলের কাছ থেকে সে কী চায়, কী প্রত্যাশা করে-ক্রিকেটারদের এই বার্তা দেওয়ার ক্ষেত্রে সে ছিল খুব স্বচ্ছ।’

বিসিবি চাইলে যেকোনো সময় পাকাপাকিভাবে দীর্ঘমেয়াদে দলের নেতৃত্বভার তুলে দিয়ে পারে শান্তর কাঁধে। এ ক্ষেত্রে হাথুরুও ইতিবাচক। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জেতার পরই তিনি বলেছিলেন, নিয়মিত অধিনায়ক হওয়ার জোর দাবিদার শান্ত। টিম বাংলাদেশের আগামীর নেতা হিসেবে কোচের ভোট যে তারই বাক্সে, সেটা আরও পরিষ্কার হয়ে গেল রোববার, ‘আমার মনে হয়, তারা (বিসিবি) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। তবে শান্ত নিজেকে যথেষ্ট প্রমাণ করেছে তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য।’

শান্ত নিজেও আগ্রহী গুরুদায়িত্ব কাঁধে নিতে। একাধিকবার সরাসরিই কথাটা বলেছেন এই তরুণ। সিনিয়রদের অনুপস্থিতিতে তিন সংস্করণ মিলিয়ে সবশেষ আট ম্যাচে দলকে ঠিকঠাক নেতৃত্ব দিয়ে তিনি হয়ে উঠেছেন আরও আত্মবিশ্বাসী। এমনিতেই শান্ত যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকতে পারেন। 

ক্যারিয়ারের সূচনালগ্ন থেকে সমালোচনা সহ্য করে পথ এগিয়েছেন, যা তাকে বয়সের তুলনায় মানসিকভাবে আরও বেশি পরিপক্ব করে তুলেছে। তাই ব্যাট হাতে এই তরুণ যেমন সাম্প্রতিক সময়ে দলের সেরা পারফরমার, তেমনি নেতা হিসেবেও হয়ে উঠছেন সেরা পছন্দ।

সময়ের আলো/আরএস/ 








https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close