ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

নতুন বছরে সবাই যেন সুন্দরভাবে বাঁচতে পারি: আরিফিন শুভ
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ২:০১ এএম  (ভিজিট : ৭৯৮)
অভিনেতা আরিফিন শুভ। গত বছর ওটিটি ও বড় পর্দায় সিনেমা নিয়ে বছরজুড়ে ছিলেন আলোচনায় এই অভিনেতা। অভিনয় ও নতুন বছরে প্রত্যাশা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান

বিদায় নিল ২০২৩। ক্যারিয়ারের জন্য বছরটিকে কীভাবে মূল্যায়ন করবেন?
সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দেন তাতেই আমি সন্তুষ্ট। গত বছর বেশ কিছু ভালো কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলাম। আরও একাধিক কাজে যুক্ত হয়েছি। সামনে সেগুলো মুক্তি পাবে। তবে আমার ক্যারিয়ারে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি ২০২৩ সালেই মুক্তি পেয়েছে। ঐতিহাসিক বঙ্গবন্ধু চরিত্রটি আমার অভিনয় জীবনকে ধন্য করেছে।

এই সিনেমায় তো দেশপ্রেমের কথা বলা হয়েছে। আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা কি?
আমার কাছে দেশপ্রেম বলতে অপ্রয়োজনে গ্যাসের চুলা বন্ধ রাখা, অকারণে ঘরের বাতি না জ্বালানো, রাস্তায় চিপসের প্যাকেট না ফেলা, সমুদ্রসৈকতে বা অন্য কোথাও প্লাস্টিকের বোতল না ফেলা। এসব কাজগুলো ছোট মনে হলেও অনেক বড় কিছু। সুন্দরভাবে বসবাসের জন্য সুন্দর পরিবেশ তৈরি করা। দেশের মানুষকে ভালোবাসা। দেশের জন্য যা মঙ্গল তা-ই করা।

বিদায়ি বছরটা চলচ্চিত্রের জন্য কেমন ছিল?
গত বছরে চলচ্চিত্রে কয়েকটি সিনেমা ভালো ফলাফল বয়ে এনেছে, আগামী বছরে আরও ভালো করবে। তবে চলচ্চিত্রের যে নানা সংকট রয়েছে সেগুলো কাটিয়ে ওঠা খুব জরুরি।

নতুন বছরে মুক্তির জন্য আপনার কি কি কাজ প্রস্তুত হয়ে আছে?
নতুন বছরে ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দা দুই জায়গাতেই দর্শক আমাকে পাবেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘লহু’। এটি পরিচালনা করেছেন ভারতের রাহুল মুখার্জি। আমার সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার সোহিনী সরকার। বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’ ও ‘ফুটবল ৭১’ সিনেমা দুটি।

নতুন সিনেমা ‘নীলচক্র’র খবর কী?
দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হবে। এটি পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। তবে সিনেমাটির কাজ শেষ না করে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে এখানে দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।

চরিত্রের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন?
ক্যারিয়ারের শুরু থেকে আমি দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হয়েছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। ‘নীলচক্র’ সিনেমায় আমার চরিত্রের প্রস্তুতি অনেক দূর এগিয়েছি। শুটিংয়ের জন্য অপেক্ষায় আছি।

অভিনয়ে কেমন গল্প-চরিত্র স্বাচ্ছন্দ্যবোধ করেন?
আমি সব ধরনের গল্পে স্বাচ্ছন্দ্যবোধ করি। একেক গল্পে একেক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে ভালো লাগে। একজন অভিনয়শিল্পী হিসেবে একই ধরনের চরিত্রে আবদ্ধ হতে চাই না। একই অঙ্গে অনেক রূপ নিতে চাই।

নতুন বছর নিয়ে আপনার প্রত্যাশা-
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৩ সালের মতো ২০২৪ সালেও দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসব। শিল্পী হিসেবে সবসময় দায়িত্ব নিয়ে ভালো কাজ করার চেষ্টা করছি। এই চলচ্চিত্র শিল্প ও ভক্তদের জন্যই আমার সব পরিশ্রম। নতুন বছরে এ চেষ্টা অব্যাহত থাকবে। গত বছরে চাওয়া-পাওয়ার যা তা হয়ে গেছে। নতুন বছরে সবাই যেন সুন্দরভাবে বাঁচতে পারি।

সময়ের আলো/আরএস/ 










https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close