প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ২:০৪ এএম (ভিজিট : ৮০২)
অনেকের বাড়িতে প্রতিদিন খবরের কাগজ জমা হয়। মাস শেষে এসব পুরোনো কাগজ ফেলে দিতে হয়, নয়তো বিক্রি করা লাগে। কিন্তু এই পুরোনো কাগজ বাড়ির অনেক কাজে লাগে।
জানালা পরিষ্কার : সাধারণত আমরা জানালা পরিষ্কার করার জন্য টুকরো কাপড় ব্যবহার করি। তা না করে পুরোনো খবরের কাগজ ব্যবহার করতে পারেন। শুকনো কাগজ ব্যবহার করলে জানালার ভিজে ভাবও কাগজ টেনে নেয়। ফলে ঝকঝকে হয়ে যায় জানালা। একইভাবে গাড়ি পরিষ্কার করতেও খবরের কাগজ ব্যবহার করতে পারেন।
জিনিসপত্র রাখার তাকে আচ্ছাদন : ভিজে ভাব শোষণ করে নেয় খবরের কাগজ। তাই তাকের ওপর আচ্ছাদন হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরের তাকে খবরের কাগজ পেতে তার ওপর জিনিসপত্র রাখলে তাক তেলচিটে হয় না। এ ছাড়া জামাকাপড় বা বই রাখার তাকেও খবরের কাগজ পেতে রাখতে পারেন।
পোষ্য প্রাণীদের টয়লেট-বক্সের নিচে : বাড়িতে যদি পোষ্য থাকে, তা হলে তার টয়লেট বাক্সের নিচে খবরের কাগজ পেতে রাখতে পারেন। রোজ এসব জায়গা পরিষ্কার করা থেকে ছুটি পাওয়া যায়।
গ্রিল পরিষ্কার করতে : স্যানউইচ বা পাউরুটি সেঁকা হয়ে গেলে গ্রিলের ওপর পোড়া টুকরো লেগে নোংরা হয়ে যায়। গ্রিল ঠান্ডা করে পানি দিয়ে ধুয়ে খবরের কাগজ দিয়ে পরিষ্কার করে নিন। একইভাবে বারবিকিউয়ের ক্ষেত্রে খবরের কাগজ দিয়ে পরিষ্কার করা যায়।