ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

শুটিংয়ে ক্যাটরিনার সঙ্গে কী ঘটেছিল
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৩:৫২ এএম  (ভিজিট : ৭০৬)
গেল বছর ‘টাইগার ৩’ ছবি দিয়ে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নতুন বছরে এই অভিনেত্রীর ‘মেরি ক্রিসমাস’ সিনেমার জন্য মুখিয়ে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। এই ছবিকে ঘিরে কৌতূহল রয়েছে অনেকের। কারণ ছবিতে দক্ষিণি অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। ছবিটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। এই ছবির শুটিংয়ে একবার ক্যাটরিনা নাকি কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন। সম্প্রতি এই ছবিতে কাজের অভিজ্ঞতা জানিয়েছেন ক্যাটরিনা। অভিনেত্রীর মতে, এই ছবি তাকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। কারণ ছবিতে হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে এবং পরিচালক ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন

 ক্যাটরিনা বলেন, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যার আমাকে ছাড় দেবেন।’ অভিনেত্রী আরও জানান, শুটিংয়ের ব্যস্ততায় শ্রীরাম ঠিক ভুলে যাবেন। কিন্তু ছবির শুটিং শেষ হতেই শ্রীরাম নাকি ক্যাটরিনাকে বলেন, ‘কাল থেকে তামিল।’ এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি।

পরিচালকের কাছে অনুরোধ করেছিলাম, যাতে আমাকে তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।’ অবশ্য পরিচালক শ্রীরাম একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তামিল না জেনেও ক্যাটরিনা খুব ভালোভাবেই কাজটা শেষ করেছেন। ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।


সময়ের আলো/আরএস/ 







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close