ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

পিটার হাসকে হুমকি: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৪:১৬ এএম  (ভিজিট : ৫৮২)
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী (৫৬) এবং তার স্ত্রী সাহেদা বেগম নূরীকে (৪১) আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. আবদুল মালেক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলা দুটির এজাহার গতকাল রোববার চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক চট্টগ্রামের উপ-পরিচালক মো. আতিকুল আলম।

দুদক সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনের সিদ্ধান্তের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়। এরপর মামলার অনুমতি দেওয়া হয়।

গত বছর ১২ অক্টোবর মুজিবুল হক চৌধুরী দ্বিতীয়বারের মতো চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের প্রচারে তিনি দফায় দফায় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন। বিতর্কিত মন্তব্যের কারণে ওই ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

নির্বাচনি প্রচার শুরুর পর গত বছর ২৮ মে মুজিবুল হক চৌধুরী এক সভায় ‘বাটন টিপে দিতে কেন্দ্রে আমার লোক থাকবে’ মন্তব্য করেন। এরপর ২ জুন ফের তিনি মন্তব্য করেন, ‘আমরা বললে সুষ্ঠু, আমরা না বললে অসুষ্ঠু। আঙুল তোমার, টিপ দেব আমি।’ তার বিতর্কিত এই মন্তব্য ভোটের মাঠে ফের ঝড় তোলে। এরপর নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিত করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে মামলা করা হয়। নানা বিতর্কিত মন্তব্যের কারণে মুজিবুল হক চৌধুরী ‘টিপ মারা মুজিব’ নামে পরিচিত হয়ে ওঠেন।

এরপর গত ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন মুজিবুল হক চৌধুরী। ওইদিন হরতালবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুমকি দেন। বক্তব্যটি তিনি নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন। বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি পিটার হাসের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন। সমাবেশে তার দেওয়া সাড়ে ১৮ মিনিটের বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বক্তব্যে তিনি বিএনপি-জামায়াতের পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রদূত পিটার হাস ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেন।

সময়ের আলো/আরএস/ 










https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close