ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

ঘরের সাজ
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৪:৫০ এএম  (ভিজিট : ৬৯২)
২০২৪ সালের প্রথম দিন আজ। নতুন বছরে সবকিছুই নতুনভাবে দেখতে সবারই ভালো লাগে। আর সেটা ঘরের সাজসজ্জা হলে তো কথাই নেই। অন্দরসজ্জা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই নতুন বছরে ঘরে একটু প্রশান্তি আনতে অদলবদল করে ফেলুন ঘরের অন্দর।

ঘরে রাখতে পারেন প্রাণের ছোঁয়া 
ঘর সাজাতে সবসময়ই দামি জমকালো জিনিস লাগবে, তেমন কিন্তু নয়। ছিমছাম আসবাব আর হালকা উপকরণ ব্যবহারে অন্দরের সাজ হয়ে উঠতে পারে অনন্য। 

নতুন বছরে নতুন রং
ঘর সজ্জার একটি অন্যতম উপাদান ঘরের রং। পছন্দ মতো রঙের হালকা শেড ব্যবহার করুন। হালকা রঙের ঘরকে আরামদায়ক মনে হয়। চোখে, মনে প্রশান্তি দেয়। 

ঘরে ঢুকুক প্রাকৃতিক আলো-বাতাস
ঘরে প্রবেশ করতে দিন সূর্যের জ্বলজ্বলে আলো। সূর্যের আলো কেবল শরীরের জন্য নয়, মনের জন্যও খুব জরুরি। প্রাকৃতিক আলোবাতাস কাজ করার আগ্রহও শক্তি বাড়ায়।

উপাদান হোক প্রাকৃতিক
মনের ও ঘরের সতেজতা ধরে রাখতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। ইনডোর প্লান্ট সে ক্ষেত্রে ভালো সংযোজন। এতে ঘরে আসবে সবুজের ছোঁয়া। ঘরের বাতাস প্রাকৃতিকভাবে পরিশুদ্ধ করতে চাইলে গাছের বিকল্প নেই। 
অল্প আসবাব 
ছিমছাম ভাব ধরে রাখতে অল্প আসবাবে সাজিয়ে নিন ঘর। আসবাব এমনভাবে রাখতে হবে যেন ঘরের জায়গা নষ্ট না করে। ভারী আসবাবে ঠাসা ঘরে প্রশান্তি পাওয়া যায় না।

শিল্পকর্মের ব্যবহার
ঘর নানারকম শিল্পকর্ম দিয়ে সাজালে মনে প্রশান্তি আসে। এ ছাড়া মৃৎশিল্প, সিরামিক, কাচের তৈরি জিনিসপত্র ব্যবহার করতে পারেন। ঘরে আর্ট বা শিল্প এনে দিতে পারে ইতিবাচক একটি পরিবেশ।


সময়ের আলো/আরএস/ 










https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close