প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:৫৫ এএম (ভিজিট : ৬৯৮)
বক্সের ভেতর থেকে লাফিয়ে উঠলেন। সতীর্থের উড়িয়ে মারা বলে নিলেন হেড। কেঁপে উঠল জাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে লেখা হলো আরেকটি গোল। এরপর পর্তুগিজ যুবরাজের ট্রেডমার্ক উদযাপন। সদ্য বিদায় নেওয়া ২০২৩ সালে হরহামেশাই দেখা গেছে রোনালদোর এমন উদযাপন। নির্দিষ্ট করে বললে ৫৪ বার। বয়স ৩৮ ছুঁলেও মাঠের রোনালদো যেন তারুণ্যেরই প্রতিচ্ছবি। গোলক্ষুধা সামান্যতমও কমেনি। বিদায়ি বছরে সর্বোচ্চ ৫৪ গোল করেও তাই পর্তুগিজ যুবরাজ বলে দিলেন-নতুন বছরটাও একইভাবে গোলে রাঙাতে চান।
শনিবার রাতে ম্যাচের ৯২ মিনিটে রোনালদো ওই গোলটি না করলেও কোনো সমস্যা হতো না আল নাসরের। সৌদি প্রো লিগের আল তাওনের বিপক্ষে অনায়াস জয়ের পথেই ছিল তারা। তবুও কিছুটা অপূর্ণতা তো ছিলই। অন্তিম মুহূর্তে পর্তুগিজ যুবরাজ সেটাই ঘুচিয়েছেন, নাসরের জয়ের ব্যবধান বানিয়েছেন ৪-১। এই জয়েও অবশ্য ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে দলটি। সমান ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। দল দুইয়ে থাকলেও লিগে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় শীর্ষে রোনালদো। এরই মধ্যে ২০ গোল করে ফেলেছেন তিনি।
কেবল সৌদি লিগেই নয়, ফুটবল দুনিয়াতেই ২০২৩ সালের শীর্ষ গোলস্কোরার রোনালদো। জাতীয় দল এবং ক্লাবের জার্সিতে বছরটিতে তিনি খেলেছেন ৫৯ ম্যাচ, করে গেছেন গোলের পর গোল। তাতে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন (৫২), পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (৫২) এবং ম্যানসিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে (৫০) টপকে বনে গেছেন বছরের সর্বোচ্চ গোলদাতা। এই অভিজ্ঞতা অবশ্য নতুন নয় রোনালদোর জন্য। সবমিলে পঞ্চমবার বছরের সর্বোচ্চ গোলস্কোরার হলেন তিনি।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার সময় ২০১১, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন রোনালদো। তবে ২০২৩ সালের থেকে বেশি গোল পর্তুগিজ যুবরাজ একবারই করতে পেরেছিলেন, ২০১৬ সালে ৫৫টি। সেবার তিনি সর্বোচ্চ গোলস্কোরার না হলেও জিতেছিলেন ব্যালন ডি’অর। সবমিলে পাঁচবার খেতাবটি জিতেছেন তিনি। ইউরোপ ছেড়ে সৌদিতে আসায় সংখ্যাটা বাড়ার সুযোগ আপাতত আর হয়তো নেই, তবে তিনি গোলের ধারা অব্যাহত রাখতে চান নতুন বছরেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট একটি বার্তায় নিজের চাওয়াটাই প্রকাশ করেছেন রোনালদো, ‘আমি আনন্দ অনুভব করছি এবং আগামী বছর ফের এটা করার চেষ্টা চালাব।’ আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘৫৪...আমিই বলব শেষ কখন হবে। ধন্যবাদ, দল।’
সময়ের আলো/আরএস/