প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:১৪ পিএম (ভিজিট : ৫৪০)
থার্টি ফার্স্ট নাইটের প্রাক্কালেই ঢাকার আকাশজুড়ে উড়তে দেখা গেছে ফানুষ, বিকট শব্দে একের পর পটকা ফাটার শব্দ কেঁপে ওঠে নগরবাসী।
ঢাকার বিভিন্ন এলাকায় এলাকায় এদিন রাত ১২টার আগে থেকে পটকার বিকট শব্দ শোনা যেতে থাকে। এসব এলাকায় বাসা বাড়ির ছাদ থেকে পটকা ফোটানো শুরু হয়।
থার্টিফার্স্ট নাইটের এমন উদযাপনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ছোট শিশুর বাবারা। এই তালিকায় রয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।
রাত দুইটার সময় তিনি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে, তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারো আনন্দের বিনাশ আমি কখনোই চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছিঃ তোদের অসভ্যতার শেষ হোক, শেষ হোক, শেষ হোক!
সময়ের আলো/জিকে