প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:১৮ পিএম (ভিজিট : ৬৫২)
মা হওয়ার পর কিন্তু অনেক নায়িকাকেই অনেক ধরনের কথা শুনতে হয়েছে। তেমনই এক ঘটনার কথা উল্লেখ করলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিরক্তির কথাই প্রকাশ করেন নায়িকা। সন্তান হওয়ার পর তাকে অনেকেই প্রশ্ন করেছেন, মা হয়ে গিয়েছেন এখনও তিনি নাচ করেন কেন?
উত্তরে মাধুরী বলেন, মা হওয়ার পর অনেক অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার তাই মনে হয় প্রত্যেক মানুষের ভাবনা চিন্তা আলাদা। সন্তান সামলানো, সংসার করা ছাড়াও প্রত্যেক মানুষের নিজস্ব কিছু ভাল লাগা থাকে। যার মাধ্যমে নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারে। আমার সবথেকে একটা বিষয় ভেবে খারাপ লাগে অনেকেই বাড়ির গৃহিণীর ইচ্ছা অনিচ্ছাকে মর্যাদা দিতে ভুলে যান। যেটা মোটেই ভাল নয়।
উল্লেখ্য, গত কয়েক বছরে অনেক বেছে বেছে কাজ করেছেন মাধুরী। বছরে দু’একটি সিনেমা ছাড়া বেশ কিছু রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে দেখা গিয়েছে তাকে।
সময়ের আলো/জিকে