প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:৩২ পিএম (ভিজিট : ১০০৭)
নতুন বছরের প্রথম দিনে জলে ভেজা আবেদনময়ী বেশ কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন সোহানা।
ক্যাপশনে লিখেছেন, হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন..।
ছবিগুলোতে দেখা যাচ্ছে গোসল সারছেন সাবা, এরপর উঠে আসছেন জল থেকে। সকাল থেকেই ছবিগুলোতে লাইক কমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই সাবার এই নতুন লুকের ছবিগুলোর প্রশংসা করেছেন।
একজন লিখেছেন, তীব্র শীতে এভাবেই নেটিজনদের মধ্যে প্রচুর উষ্ণতা ছড়িয়ে দিতে হয়। অনেকে আবার কটাক্ষও করে মন্তব্য করেছেন। যদিও এসব নিয়ে কোনো পাল্টা মন্তব্যে করেনি সাবা।
নতুন বছরে কাজের পরিকল্পনা জানতে চাইলে এই প্রতিবেদককে সাবা বলেন, নতুন বছরে আমার ইয়োগা স্কুল নিয়ে ব্যস্ত থাকবো। এছাড়া ভালো গল্পের স্ক্রিপ্ট পেলে অভিনয়েও দেখা যাবে।
এদিকে, সাবা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনটা শোনা যাচ্ছিল। পরে অবশ্য নিজেই স্বীকার করে বলেছেন, সত্যি। আমি একজনকে প্রচণ্ড ভালোবাসি। তিনিও আমাকে ভালোবাসেন। সিরিয়াস রিলেশনে আছি। তবে অভিনেত্রী কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা বলতে নারাজ সাবা।
সোহানা সাবার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অসম্ভব’। এটি নির্মাণ করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। মূলত যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্পে তৈরি হয়েছে সিনেমাটি।
সময়ের আলো/জিকে