প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:১৪ পিএম (ভিজিট : ১১৭২)
প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার, এই প্রতিপাদ্যে ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস গত শনিবার জাতীয় প্রবাসী দিবস পালন করেছে।
ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন সোমবার (১ জানুয়ারি) এক অনুষ্ঠানে বলেন, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত।
দূতাবাস থেকে জানান হয়, জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ম্যানিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস শনিবার বিকেলে দূতাবাস প্রাঙ্গণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় দূতাবাস কর্মকর্তা-কর্মচারিরা এবং ম্যানিলাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণবিষয়ক কার্যক্রমের উপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ফিলিপাইনে বসবাসরত প্রবাসীদেরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, বিজয়ের মাস এই ডিসেম্বরের ৩০ তারিখ ‘জাতীয় প্রবাসী দিবস’ হিসেবে ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিতভাবে বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবার জন্য সকল প্রবাসীদের আহ্বান জানাই।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত উপস্থিত সকল প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দূতাবাসের কনস্যুলার ও কল্যাণ কার্যাবলী নিয়ে সকলের সাথে মতবিনিময় করেন।
সময়ের আলো/জিকে