ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ইবিএলে বিদেশে নগদ টাকা উত্তোলন বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৬:৪০ এএম  (ভিজিট : ৭৬২)
দেশের বাইরে নগদ বৈদেশিক মুদ্রা উত্তোলন বন্ধ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এর আগে বিদেশে অর্থ তোলা বন্ধ করে ব্র্যাক ব্যাংক। ডলার সংকটের কারণেই এমন সিদ্ধান্ত নেয় ব্যাংক দুটি। 

গতকাল সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ব্যাংকটির পক্ষক্ষথেকে বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের জানানো হয়েছে। 

এতে বলা হয়, প্রিয় গ্রাহক, ১ জানুয়ারি ২০২৪ থেকে ইবিএলের কার্ড দিয়ে দেশের বাইরে সব প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, ভ্রমণ কোটার মধ্যে পিওএস এবং ই-কমার্সের মাধ্যমে যেকোনো বৈধ কেনাকাটা করতে পারবেন গ্রাহক।

এ বিষয়ে ইবিএল হেড অব কমিউনিকেশন্স অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে, তাই খরচ কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেনাকাটার সুযোগ রয়েছে। কেউ চাইলে তার ভ্রমণ কোটা অনুযায়ী কেনাকাটা করতে পারবেন। 

এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে বিদেশে নগদ অর্থ তোলা বন্ধ করে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ব্র্যাক ব্যাংক সবসময় ডিজিটাল লেনদেন ও ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহী করছে। এ ছাড়া নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেয়। তবে ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটা করতে পারবে। এর আগে ডিজিটাল লেনদেন উৎসাহী করতে ব্যাংকটি দেশের বেতরে ক্রেডিট কার্ড থেকে নগদ উত্তোলন বন্ধ করেছিল।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close