প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:২৯ এএম (ভিজিট : ৬৮৪)
চীন ও তাইওয়ান এক হবে বলে আবার মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, তার মাতৃভূমি এক হবেই। চীন ও তাইওয়ানের ঐক্য সম্পন্ন হবে।
আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে তাইওয়ান নিয়ে শির মন্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ। মন্তব্য থেকে স্পষ্ট, নতুন বছরে তাইওয়ানের ওপর চীন সামরিক ও রাজনৈতিক দিক থেকে চাপ দিয়ে যাবে।
শি এর আগে বলেছিলেন, দরকার হলে শক্তি ব্যবহার করে তাওইয়ানকে নিয়ে নেওয়া হবে। মাস কয়েক আগে তাইওয়ানের কাছে চীনের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। এখন তিনি বলেছেন, তাইওয়ানের দুই পাশে থাকা স্বদেশবাসী নিঃসন্দেহে জাতীয় নবজীবনের গৌরব ভাগ করে নেবেন।
চীন মনে করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও ডেমোক্রেটিক পিপলস পার্টির শীর্ষনেতা লাই বিচ্ছিন্নতাবাদী মনোভাব নিয়েছেন এবং আক্রমণ করার জন্য বেইজিংকে উসকানি দিচ্ছে। তাইওয়ানের অভিযোগ, চীন তাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে এবং ভুল তথ্য প্রচার করছে। এই অভিযোগ চীন অস্বীকার করেছে।
সময়ের আলো/জেডআই