ই-পেপার শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪

নাটোরে ৪ লাখ শিক্ষার্থী পেল নতুন বই
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৮:৫৬ এএম  (ভিজিট : ৬৬২)
নাটোরে স্কুল পর্যায়ে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে। মোট ৩২ লাখ সাত হাজার বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।

সোমবার (১ জানুয়ারি) সকাল দশটায় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এর সভাপতিতে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা।

এ সময় জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদুজ্জামান। পরে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বই বিতরণ কার্যক্রমে যোগদান করেন অতিথিবৃন্দ।

প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের বড়হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উপস্থিত হন অতিথিবৃন্দ।

এছাড়াও  নতুন বছরের শুরুতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে  শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়, ছাতনী উচ্চ বিদ্যালয় এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়া হয়।

এসময় তার সাথে সংশ্লিষ্ট বিদ্যার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নাটোর জেলা শিক্ষা অফিসার সাহাদুজ্জামান জানান, জেলার ৪৭০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুই লক্ষ ১৭ হাজার ৯১ জন শিক্ষার্থীর হাতে ২৩ লক্ষ ৮৮ হাজার বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ব্রেইল পদ্ধতি, ইংরেজি ভার্সন, এবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনালসহ ষষ্ট থেকে দশম শ্রেণীর বই রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে আট লাখ ১৯ হাজার বই। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনে সাত লাখ ৮৯ হাজার ৭৫০টি, ইংরেজি ভার্সনে দুই হাজার ২৪৭টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষাক্রমে ১৪৪টি এবং প্রাক প্রাথমিকের জন্যে ২৭ হাজার। শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে মহা খুশী হয়ে বাড়ি ফিরে যায়।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close