প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:০৩ এএম (ভিজিট : ৬৪২)
কুড়িগ্রাম ৪ সংসদীয় আসনে বাইসাইকেল প্রতীক জেপি প্রার্থী মোঃ রহুল আমীন অসুস্থ হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই সাথে জাপা প্রার্থী মোঃ একেএম সাইফুল ইসলাম বাবলু মিয়াকে সমর্থন দিয়ে নেতাকর্মীকে লাঙ্গল প্রতীকে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
সোমবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম প্রিয় কুড়িগ্রামবাসী ৪ আসনের চিলমারী,রৌমারী ও রাজীবপুর বাসীকে জানাচ্ছি যে আজ ভোর ৫ টায় আমি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ি। বর্তমানে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটের সিসিইউতে ভর্তি আছি। এ অবস্থায় আমার নির্বাচনী এলাকায় ক্যাম্পিং করা সম্ভব হচ্ছে না। তাই আমার কর্মীবৃন্দকে সুবিধায় অনুরোধ করছি সাইফুল ইসলাম বাবলুর লাঙ্গল প্রতীকে কাজ করার অনুরোধ জানাচ্ছি।আমিও তাকে সমর্থন দিলাম।আমার জন্য সবাই দোআ করবেন আর ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন।
কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সাবেক এমপি ও জেপির প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে হলে সোমবার ভোর ৫টার দিকে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হয়।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি (জেপি) মনোনয়ন পেয়ে কুড়িগ্রাম-৪ আসনে বাই সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন সাবেক এমপি রুহুল আমিন। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়াও তিনি এই আসন হতে ২০১৪সালে এমপি নির্বাচিত হয়ে ছিলেন।
সময়ের আলো/এএ/