প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৭ পিএম (ভিজিট : ৭১৬)
নৃত্যশিল্পী হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে পথচলা রোকন উদ্দিন সেতুর। বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানের বিভাগীয় পর্যায়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ছায়াছন্দ, ঈদ আনন্দ মেলা মত জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সেতা। দুই নয়নের আলো, জ্বী হুজুরসহ বেশ কয়েকটি চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করেছেন তিনি। এই বছর বইমেলায় রোকন উদ্দিন সেতুর লেখা দুটি উপন্যাস প্রকাশ হয়েছে। একটি 'নজর' এবং 'ভালোবাসার নোঙর'। বইগুলো একুশে বইমেলার ২০৭,২০৭ এবং ৫০৭ নং স্টলে পাওয়া যাবে।
গত বছর সেতুর প্রথম বই 'আমার প্রবাস মনের প্রাপ্তি' স্বদেশ শৈলী থেকে প্রকাশিত হয়।
সময়ের আলো/ এম