ই-পেপার শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪

ত্বকের যত্নে আমলকী
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৮ এএম  (ভিজিট : ৪৮০)
আমলকীর ঔষধি গুণাগুণের কারণে এটি অন্য ফলের থেকে আলাদা। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও অন্যান্য উপকারী উপাদান। শরীর, ত্বক এবং চুলের জন্য এটি বেশ কার্যকর। ত্বকের জন্য আমলকী বেশ উপকারী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আমলকী।  আসুন জেনে নেওয়া যাক ত্বকে উজ্জ্বলতায় আমলকীর ব্যবহার।

১. প্রতিদিন সকালে আমলকীর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেতে পারেন। এতে করে ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

২. ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে আমলকী। এর রসের সঙ্গে সামান্য চালের গুঁড়া, মধু এবং গোলাপজল মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিতে পারেন। 

৩. ত্বকের উজ্জ্বলতার জন্য হলুদ এবং আমলকীর পাউডার মিশিয়ে তৈরি করতে পারেন ফেস প্যাক, যা ত্বককে ব্রাইট করার পাশাপাশি ত্বকে ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে।

৪। প্রতিদিন একটি করে আমলকী খেলে আপনার ত্বক থাকবে সুন্দর এবং চুলের গোড়া মজবুত হবে। শুধু  এ ছাড়া ত্বকে ইরিটেশন ও পিগমেনটেশন এবং ব্রণের সমস্যা দূর করে।

সময়ের আলো/আরএস/ 






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close