প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৩ পিএম (ভিজিট : ৪১৬)
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই অভিনেতা।
হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মিঠুন বলেন, ‘‘কোনও সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই।’’ এর পর ডায়াবিটিস রোগীদেরও পরামর্শ দিয়েছেন তিনি।
তার কথায়, ‘‘যাদের ডায়াবেটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন।’’
নিজের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আমার সমস্যা, বেশি খেয়েছি। আমি রাক্ষস। এখন পুরোপুরি সুস্থ আছি। তাকে প্রচারের ময়দানে পাওয়া যাবে বলেও জানিয়েছেন মিঠুন। তার কথায়, ‘‘একদম। ১ তারিখ থেকে লাগাতার প্রচার। বিজেপির হয়েই করব। আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব। সময় এসেছে, মানুষের জেগে ওঠা উচিত। যা হচ্ছে, মানা যায় না।’’
দেব তাকে হাসপাতালে দেখতে এসেছিলেন। তবে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। মিঠুন হাসপাতালে থাকাকালীন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ মিঠুন বলেন, ‘‘দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে।’’ শিগগিরই শুটিংয়ে ফেরার কথাও জানিয়েছেন এই অভিনেতা।
গত শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মিঠুন। ভর্তি করানো হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। মস্তিষ্কে এমআরআই-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে।
সময়ের আলো/জিকে