প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৩ পিএম (ভিজিট : ৬৮৬)
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন। এর মধ্যে ঢাকার ৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৪ জন। এর আগের দিন রোববার আক্রান্ত হয়েছিলেন ১৪ জন। এ নিয়ে চলতি মাসের ১১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।
সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া গত মাসে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ১৪ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫৫ জন।
অধিদফতরের তথ্যমতে, গত বছরের ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন । এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। আর ওই বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন।
সময়ের আলো/এম