প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৮ পিএম (ভিজিট : ৩৭৯)
কুমিল্লায় আইজিপি কাপ ‘‘পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৪’’ ও চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জিমনেশিয়ামের আয়োজন করে কুমিল্লা জেলা পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, অতিরিক্ত পুলিশ সুপার মংনে খোয়াই মারমা, অতিরিক্তি পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্তি পুলিশ সুপার মতিউল ইসলাম, অতিরিক্তি পুলিশ সুপার কামরান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনসহ অন্যরা।
কাবাডি প্রতিযোগিতায় আর আর এফ চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, বান্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটিসহ চট্টগ্রাম বিভাগের ৮টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় ৫০/১৫ পয়েন্টে চাঁদপুর জেলাকে হারিয়ে কুমিল্লা জেলা দল জয় লাভ করেছে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন জাকির।
সময়ের আলো/জিকে