ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

তিন ফরম্যাটেই অধিনায়ক শান্ত, নান্নুর জায়গায় লিপু
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪২ পিএম আপডেট: ১২.০২.২০২৪ ৭:৫২ পিএম  (ভিজিট : ৪৭৬)
আগামী এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। সোমবার ( ১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।  

এদিকে প্রধান নির্বাচক হিসেবে নান্নুর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।

মিনহাজুল হক নান্নুর জায়গায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই দায়িত্ব পালন করবেন তিনি। তার ডেপুটি হিসেবে কাজ করবেন জাতীয় বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। পুরনো নির্বাচকদের মধ্যে নান্নুর মতো বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমন। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক।

এর আগে বিসিবির সাবেক পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন গাজী আশরাফ হোসেন লিপু।   

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close