ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

ঢাবির সেই অধ্যাপককে তিন মাসের বাধ্যতামূলক ছুটি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪২ পিএম  (ভিজিট : ৩৭৪)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। পাশাপাশি সেই শিক্ষকসহ বিভাগটির বাকি শ্রেণিকক্ষগুলোতে তালা ঝুলিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্ত অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম তিন মাসের ছুটি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা নাগাদ বিভাগটির চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করে বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে উপাচার্য বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। 

দাবি গুলো হলো: অভিযোগ তদন্তের জন্য দ্রুততম সময়ে তদন্ত কমিটি গঠন, যৌন নিপীড়ককে শাস্তির আওতায় আনা, তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষককে সকল একাডেমিক কাজ থেকে বিরত রাখা৷  এসময় তারা শিক্ষার্থীদের আশ্বাস দেন সোমবার বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত আসতে চলেছে। 

পরে বিকেল চারটার কিছু সময় পরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ড. নাদির জুনাইদের কাছে পাঠানো একটি চিঠি আন্দোলনকারীদের পড়ে শোনান। 

চিঠিতে বলা হয় বলে আন্দোলনরত শিক্ষার্থীদের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বলেন, বিভাগের শিক্ষার্থীদের গতকাল রোববারের আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আপনাকে (অধ্যাপক নাদির জুনাইদ) সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আজ থেকে তিন মাসের জন্য ছুটি দেওয়া হলো৷
 
“আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ অনুসন্ধান ও তদন্ত করার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷”

এর আগে বেলা ১১টায় বিভাগের বারান্দায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ১৩ থেকে ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর দুপুরে অভিযুক্ত ওই অধ্যাপকের রুমসহ বাকি শ্রেণিকক্ষগুলোতেও তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এসময় তারা অভিযুক্ত ওই শিক্ষকের দ্রুত শাস্তির দাবি জানান। 

এসময় শিক্ষার্থীরা অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে 'শিক্ষা নিপীড়ন, একসাথে চলে না',  দড়ি ধরে মারো টান, নাদির হবে খান খান', 'ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, শেইম শেইম, শেইম শেইম', 'সানগ্লাসের আড়ালে, শিক্ষকতা হারালে' ইত্যাদি। এর আগে রোববার সকল ধরনের শ্রেণি কার্যক্রম বর্জন করে দ্রুত শাস্তির দাবি বিক্ষোভ মিছিল করে বিভাগটির শিক্ষার্থীরা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে দুপুরে মানববন্ধন করেন তারা। 

প্রসঙ্গত, নিজ বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিকট লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। বিভাগের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ওই নারী শিক্ষার্থীর ওপর নজরদারি করা, সময়ে অসময়ে ফোন করা, যৌন ইঙ্গিত দেওয়াসহ নানা অভিযোগ এনেছেন ওই ছাত্রী। এর আগে অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের জের ধরে বিভাগের মাস্টার্সে ফলাফল ধসের অভিযোগ তুলে ৭ ফেব্রুয়ারি উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন বিভাগের একটি ব্যাচের ২৮ শিক্ষার্থী।

সময়ের আলো/এম 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close