ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

২০ দিন আগে দেশে আসা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪১ পিএম  (ভিজিট : ৩৮৬)
কুষ্টিয়া কুমারখালী উপজেলার লাহিনী পাড়ার একটি আম বাগান থেকে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত হযরত আলী (৩২) যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার হান্নান শেখ এর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০ দিন আগে দেশে ফিরেছিলেন তিনি। পারিবারিক কলহের কারণে তিনি বাড়িতে থাকতেন না বলে জানা গেছে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, হযরত দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। পরবর্তীতে ঝিনাইদহ বিয়ে করেন এবং গত তিন মাস পূর্বে স্ত্রীকে নিয়ে যান সৌদি আরবে। সেই স্ত্রী গত ২৫ দিন আগে সৌদি আরব থেকে সোনার গহনা এবং নগদ টাকা নিয়ে দেশে পালিয়ে আসেন। এরপর হযরত সেখানে তার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দেশে ফিরে আসেন। দেশে ফিরে জানতে পারেন তার স্ত্রী ঝিনাইদহে শ্বশুর বাড়িতে আছেন। ঝিনাইদহের জুয়েল নামের এক ব্যক্তির সাথে হযরতের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানান তারা। 

হযরতের ছোট ভাই জানিয়েছেন, তাকে গত পরশুদিন হযরতের শ্যালক মোবাইল ফোনের মাধ্যমে হযরতকে হত্যার হুমকি দেন এবং বলেন যেখানে সেখানে তার ভাইয়ের লাশ পড়ে থাকবে। 

লাহিনী পাড়ার বাউল টুটুল ভেড়ো জানান, গত তিনদিন ধরে হযরত আলী তার আশ্রমে অবস্থান করছিলেন। গতকাল (রোববার) রাত সাড়ে ৮টার সময় তার সাথে শেষ দেখা হয়। হযরত কারো সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। এরপর রাত ১২টার দিকে হযরতের ফোনে দুই বার ফোন দিলেও তার কোন সাড়া পাওয়া যায়নি। এরপর সকালে পেঁয়াজের ক্ষেতে কাজ করতে আসা লোকজন দেখতে পাই আম বাগানে গলায় চাদর পেঁচানো অবস্থায় ঝুলে আছে। 

এ ব্যাপারে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, এখনো মামলা হয়নি। মামলা হলে আমরা তদন্ত করে দেখব আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  প্রবাসীর ঝুলন্ত মরদেহ   আম বাগান   কুষ্টিয়া   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close