ই-পেপার মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪

কুবিতে সহকারি প্রক্টর ও হাউজ টিউটর পদ থেকে দুই শিক্ষকের পদত্যাগ
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৪ পিএম  (ভিজিট : ৭৪৯)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়ে হাউজ টিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন কুলছুম আক্তার স্বপ্না। একইদিনে সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা শিক্ষকদের ওপর 'হামলা করার' প্রতিবাদে পদত্যাগ করেছেন সহকারি প্রক্টর মো. কামরুল হাসান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কুলছুম আক্তার স্বপ্না ও কামরুল হাসান স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠি থেকে এ বিষয়ে জানা যায়।

হাউজ টিউটর পদ থেকে পদত্যাগের বিষয়ে পদত্যাগপত্রে কুলছুম আক্তার বলেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু, আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের প্রতিবাদে আমি কুলছুম আক্তার স্বপ্না হাউজ টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

সেই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি। এছাড়াও আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানান তিনি।

অন্যদিকে সহকারি প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান। পদত্যাগের বিষয়ে তিনি তার চিঠিতে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা শিক্ষকদের ওপর 'হামলা করার' ঘটনার কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।

এর আগে, গত দুই সপ্তাহে প্রশাসনের স্বেচ্ছাচারিতা, অব্যবস্থাপনা, প্রশাসনিক অসদাচরণ, ব্যক্তিতান্ত্রিকতা এবং শিক্ষকদের প্রতি অন্যায্য আচরণের কারণ দেখিয়ে আরও তিনজন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

সময়ের আলো/জিকে




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close