প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৪ এএম আপডেট: ২২.০২.২০২৪ ৪:৫৩ এএম (ভিজিট : ৫২৬)
কোম্পানি রিটার্ন দাখিলের সময়সীমা ২ মাস বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করতে এনবিআরকে অনুরোধ করেছে এফবিসিসিআই। আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রফতানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে জানিয়ে এ অনুরোধ করা হয়।
এনবিআর জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কোম্পানি রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়সীমা বাড়াতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এই অনুরোধ জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছে এনবিআরকে। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বৈশি^ক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার সংকট ও রোজার প্রস্তুতি নিতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দলিল প্রস্তুতে দেরি হচ্ছে।
এ ছাড়া অডিট ফার্মের ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘসময়ের প্রয়োজন হওয়ায় কোম্পানিগুলোর অডিট রিপোর্ট পেতে দীর্ঘসময়ের প্রয়োজন হচ্ছে।
এফবিসিসিআইর সদস্য বিভিন্ন সংগঠন থেকে অনুরোধ জানানোর প্রেক্ষিতে কোম্পানির রিটার্ন দাখিলের ক্ষেত্রে আরও অন্তত দুই মাস সময়ের প্রয়োজন মর্মে এফবিসিসিআই মনে করে।
সংগঠনটি বলছে, আয়কর আইন ২০২৩-এর ৩৩৪ ধারার অধীনে বিনা জরিমানায় ও অন্যান্য সুবিধা অব্যাহত রেখে কোম্পানির রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন।
সময়ের আলো/আরএস/