ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

আংশিক নির্দেশনা মানছেন এমপিরা
ইফতারসামগ্রী বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৭:৩২ এএম আপডেট: ০২.০৪.২০২৪ ৭:৩৬ এএম  (ভিজিট : ৫৩৪)
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এ সংকটের ফল ভোগ করছে বাংলাদেশও। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপচয় বন্ধে পুরো রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনো ইফতার পার্টি না করে টাকাটা দান হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইভাবে দলীয় নেতাকর্মী ও এমপিদেরও নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু দল ও সহযোগী সংগঠন এবং দলের এমপি-মন্ত্রীরা প্রধানমন্ত্রীর নির্দেশ আংশিক মানলেও বেশিরভাগই মানেনি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিগত বছরগুলোতে রমজান মাসকে সামনে রেখে দল ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এমপিরা এলাকায় ইফতার মাহফিলের নামে গণসংযোগ করতেন। এমনকি তারা ইফতারসামগ্রী ও ঈদসামগ্রী বিতরণের মধ্য দিয়ে বড় বড় শোডাউন করতেন। কিন্তু এবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে টাকাটা গরিব, দুঃখী, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে দান করার নির্দেশ দেন দল ও এমপিদের। এতে দলীয় নেতারা প্রধানমন্ত্রীর এ নির্দেশকে সামনে রেখে ইফতার পার্টি থেকে বিরত থেকেছেন। তবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি ইফতারসামগ্রী বিতরণ করেছে। কেন্দ্রীয়ভাবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ইফতারসামগ্রী বিতরণ করলেও তৃণমূল পর্যায়ে তেমন কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। পাশাপাশি ইফতারসামগ্রী ও ঈদসামগ্রী বিতরণ করতে তেমন কাউকে দেখা যায়নি। এমনকি যারা জনগণের ভোটে নির্বাচিত এমপি তারাও রমজান মাসে এলাকায় যাননি। আর কেউ গেলেও ইফতার পার্টিতে যোগ দেননি। বিতরণ করেননি ইফতারসামগ্রী বা ঈদসামগ্রী।যদিও কোনো কোনো এমপি আবার ইফতারসামগ্রী নিয়ে জনগণের বাড়ি বাড়ি গিয়েও হাজির হয়েছেন। যদিও এমন এমপি-মন্ত্রীদের তালিকা খুব কম। তবে স্থানীয়ভাবে আয়োজন করা হলে অনেক এমপি সেখানে প্রধান অতিথি হিসেবে ইফতারসামগ্রী বিতরণ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ মার্চ ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। গত ২২ মার্চ পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধানমন্ত্রীর পক্ষে ঈদসামগ্রী বিতরণ করেন। তার নির্বাচনি এলাকার ১৩ ইউনিয়নের দরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন তিনি। গত ৩১ মার্চ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এমপি ঈদকে সামনে রেখে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ডেকে ডেকে ঈদসামগ্রী পৌঁছে দিয়েছেন অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ।

বাড়ি বাড়ি গিয়ে তিনি বলেছেন, বাড়িতে কেউ আছেন, আমি আপনাদের এমপি ঈদসামগ্রী নিয়ে এসেছি। এভাবে তাড়াশ পৌরসভার ওয়াপদা বাঁধ এলাকায় শতাধিক পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ঈদসামগ্রী পৌঁছে দেন তিনি। গত ২৮ মার্চ গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলীগ্রামে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন গাইবান্ধা-৪ আসনের এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এদিন আলীগ্রাম মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৩০০ জনের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। ইউপি সদস্য আবদুল হাই সিদ্দিক সেলিম ও ব্যবসায়ী আবদুল সালাম মুছা এ অনুষ্ঠানের আয়োজন করেন। গত ৩০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকনের পক্ষ থেকে চার শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

গত ৩০ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার বৃদ্ধাশ্রমে দুস্থ প্রবীণদের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাপ্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার চাঁপার নির্দেশনা অনুযায়ী এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য নুর জাহান শারমীন।

গত ৩১ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মতিন মাদবরের উদ্যোগে লতব্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২ হাজার ৫০০ দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। হাজি হাসেম মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. মহিউদ্দিন আহম্মেদ। ২২ মার্চ বগুড়া-৫ আসনের এমপি মজিবর রহমান মজনু গরিব ও অসহায়দের মধ্যে নিজস্ব তহবিল হতে ঈদসামগ্রী বিতরণ করেন। বগুড়ার শেরপুর উপজেলার টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ চত্বরে দুই শতাধিক মানুষের মধ্যে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।

৩০ মার্চ কুমিল্লার লাকসাম পৌরসভার ৭ নং ওয়ার্ড গাজিমুড়া কামিল মাদরাসা মাঠে দুই শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ২১ মার্চ সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচি উপজেলায় ১৩টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার প্রায় ৩০ হাজার দুস্থ অসহায় পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আবদুল মমিন মণ্ডল। বেলকুচি ও চৌহালী দুটি উপজেলার সব ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে ২ হাজার ৫০০ ও সদিয়া ইউনিয়ন ও আঞ্চলিক ইউনিয়নে ১ হাজার ৫০০ পরিবারকে ইফতারসামগ্রী দেন এমপি।

আওয়ামী লীগের একাধিক এমপি সময়ের আলোকে বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ নির্দেশনা দিয়েছেন, কেউ যেন বড় ধরনের ইফতার পার্টি না করেন। তাই কিছু করিনি। তবে স্থানীয় নেতাকর্মীদের যতটুকু সহযোগিতা করার তা করছি। আর স্থানীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়েছি, আপনারা অসহায়, গরিব-দুঃখীকে যতটুকু পারেন সহায়তা করুন। আবার কেউ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতারসামগ্রী বা ঈদসামগ্রী বিতরণ করছেন কি না তা নিয়ে কথা বলতেও রাজি হননি। আমি যদি আমার এলাকার জনগণের জন্য কিছু করতে চাই, তা হলে সেটি টিভি বা পত্রিকায় দেওয়ার কিছু নেই। আর ঘোষণা দিয়েই বা দেব কেন। আমরা এলাকার জন্য কাজ করি। ভবিষ্যতেও করে যাব।

গাইবান্ধা-৩ আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি সময়ের আলোকে বলেন, আমি এখন ঢাকায় আছি। এলাকায় যাওয়া হয়নি। নির্বাচনি এলাকায় অসহায়, দুস্থ ও গরিব মানুষের মধ্যে ইফতারসামগ্রী বা ঈদসামগ্রী বিতরণ করলেও আমি মিডিয়ায় দিতে চাই না। এর বেশি আর কিছু বলতে পারব না।

রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী সময়ের আলোকে বলেন, আমি এখন ঢাকায় আছি। আমি তেমন কিছু করিনি। তবে এলাকার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যে যতটুকু পারেন গরিব-দুঃখী মানুষের জন্য করুন।

বাগেরহাট-৩ আসনের এমপি হাবিবুন নাহার সময়ের আলোকে বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান মাসে ইফতার পার্টি না করে ওই টাকা দান করার যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবে কাজ করছি। আমার নির্বাচনি এলাকা কোনো ধরনের ইফতার পার্টি করিনি। স্থানীয় নেতাকর্মীদের বলে দেওয়া হয়েছে, তারা যেন গরিব-দুঃখী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে। সেভাবে তারাও কাজ করছেন।

সময়ের আলো/আরএস/ 








https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close