দেশের শীর্ষস্থানীয় ও বহুল প্রচারিত পাঠক প্রিয় দৈনিক সময়ের আলো পত্রিকায় ‘হাকিমপুর ভূমি অফিসে একই পদে ৬ বছর ধরে ৫ জন’ অনলাইনে সংবাদ প্রকাশের পর দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা ভূমি অফিসের বিষয়ে জেলা নড়েচড়ে বসেছে।
হাকিমপুর উপজেলার ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ সোলায়মান আলীকে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলায় ও পৌর ভূমি সহকারি কর্মকর্তা মোজাফ্ফর হোসেনকে ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নে বদলী করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সংবাদ প্রকাশের পর ওই দিন বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহম্মেদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ভূমি কর্মকর্তা নাজির কাম ক্যাশিয়ার ও পৌর ভূমি সহকারি কর্মকর্তাকে বদলি করা হয়।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমীন জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত চিঠির বরাত দিয়ে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/এএ/