ই-পেপার মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪

কালিহাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৮:৫২ পিএম  (ভিজিট : ১১৬৮)
টাঙ্গাইলের কালিহাতীতে মারুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা গ্রামে। নিহত গৃহবধূর আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বর্গা গ্রামে স্বামীর বাড়ির নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ মারুফা আক্তার পারখি ইউনিয়নের বর্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখিপুর উপজেলার চারবাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে গৃহবধূর মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ  জানান, আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার   কালিহাতী-টাঙ্গাইল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close