প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৮:৩০ পিএম (ভিজিট : ২৬৮)
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুইশরও বেশি মামলা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বিকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এক খুদে বার্তায় জানিয়েছে, রাজধানীতে ২০৭টি মামলায় এখন পর্যন্ত ২ হাজার ৫৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন কোন থানায় মামলা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি।
তবে শুক্রবার (২৬ জুলাই) ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার রাজধানীতে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা, নাশকতা ও অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন থানায় ২০৯টি মামলার তথ্য সাংবাদিকদের জানান।
এদিকে সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে শনিবার পর্যন্ত ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনসহ মোট ২৯০ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
তবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ জনগণকে গ্রেফতারের অভিযোগ পাওয়া যাচ্ছে।
সময়ের আলো/জেডআই