ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৯ পিএম  (ভিজিট : ১৯৬)
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৭ লাখ টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। এর আগে বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগে ২১ আগস্ট ড. ইকবাল কবির জাহিদকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে উক্ত টাকা ফেরত এবং ড. ইকবাল কবির জাহিদের প্রতারণার বিচার চেয়ে গত মঙ্গলবার (২৭ আগস্ট) যবিপ্রবি রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন যশোর জেলার চৌগাছা উপজেলার আনোয়ার হোসেনের ছেলে আলীমুজ্জামান শিশির।

ভুক্তভোগী আলীমুজ্জামান শিশির অভিযোগ পত্রে লেখেন, যবিপ্রবিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ড. ইকবাল কবির জাহিদ প্রথম ধাপে ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি ৫ লাখ ৮০ টাকা নেয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে একই বছরের ৬ মার্চ ১ লাখ টাকা নেন। তিনি সর্বমোট ৬ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। এরপর নানা সময়ে তাগাদা দেওয়ার পরও তিনি আমাকে চাকরি দেননি এবং টাকা ফেরত চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি-ধামকি দিচ্ছেন এবং নানাভাবে হয়রানি করে আসছেন।

ভুক্তভোগীর সাথে এ বিষয়ে কথা বললে শিশির বলেন, ‘মঙ্গলবার আমার টাকা ফেরত চেয়ে ও এর যথাযথ বিচার চেয়ে যবিপ্রবির রেজিস্ট্রার মহোদয় বরাবর আবেদন করতে গেলে রেজিস্ট্রার অফিসে অভিযোগটি জমা রাখেনি তাই ডাক যোগে চিঠি আকারে অভিযোগটি পাঠিয়েছি। হিসাব সহকারী পদে চাকরি দেওয়ার জন্য ড. ইকবাল স্যারের কাছে ৬ লাখ ৮০ হাজার টাকা নেন। পরবর্তীতে আমার বাবা মারা গেলে আর্থিক সংকটে পড়ে যায়, তখন টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন এবং আমাকে হুমকি-ধমকি দেন। কয়েকদিন আগে ওনাকে কল দিলে ফোন বন্ধ পায় এমনকি তিনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারও বন্ধ করে দেন।’ 

আর্থিক লেনদেনের মাধ্যমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার বাবা সরাসরি ইকবাল কবির জাহিদ স্যারকে সব টাকা দিয়ে এসেছিলো।’

অভিযোগের বিষয়ে ইকবাল কবির জাহিদ বলেন, ‘সলুয়া বাজারের শিশির নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না। সে অভিযোগ এনেছে এটা সম্পূর্ণ মিথ্যা। এ অভিযোগের কোনো ভিত্তি বা ডকুমেন্টসও নেই। এ অভিযোগ আমার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।’

এ বিষয়ে যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তবে এর বিচারকার্য বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে রেজিস্ট্রার কোনো ব্যবস্থা নিতে পারেন না। তাই নতুন উপাচার্য নিয়োগ হওয়ার পরে অভিযোগটি ওনার কাছে পাঠানো হবে।’

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-যবিপ্রবি   শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close