টি-টোয়েন্টি খেলছেন না টেস্ট, জাকির হাসানের ব্যাটিং দেখে তা বুঝার উপায় নেই। নামের পাশে ৩১ রান, তা করেছেন ২৩ বলে। দুটি চারের পাশাপাশি হাঁকিয়েছেন দুটি ছক্কা। যেভাবে ব্যাট চালাচ্ছিলেন বাঁহাতি ওপেনার, তাতে টেস্টটা চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারত। বৃষ্টি তা হতে দেয়নি। তাই পঞ্চম তথা শেষ দিনে গড়িয়েছে ম্যাচ, তা অবশ্য টিম বাংলাদেশকে জয়ের হাতছানি দিয়ে, ইতিহাসের হাতছানি দিয়ে।
শুধু পাকিস্তানের মাটিতে কেন, ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের অতীত ছিল না। এবার সেই অতীত বদলে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট তারা জিতেছে ১০ উইকেটে। বোলারদের দুরন্ত পারফরম্যান্সে এখন দ্বিতীয় এবং শেষ টেস্টেও জয়ের দোরগোড়ায় তারা। পরিস্থিতি যখন এমন তখন বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে বৃষ্টি।
বাংলাদেশের জয়ের লক্ষ্য ১৮৫ রান। সাদমান ইসলাম আর জাকির মিলে ৭ ওভারেই ৪২ রান তুলে ফেলেছেন। জিততে তাই আরও ১৪৩ রান লাগবে টাইগারদের। এ জন্য হাতে আছে আজকের পুরো দিন। কিন্তু এদিন ব্যাটিংয়ে নামার সুযোগ জাকির-সাদমানরা পাবেন কি না, তা নিয়ে সংশয়ের অবকাশ আছে যথেষ্টই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও বৃষ্টিতে ভাসবে রাওয়ালপিন্ডি। বৃষ্টির সম্ভাবনা ৮৩ শতাংশ। বজ্রপাতের শঙ্কাও আছে ৪০ শতাংশ।
এরই ফাঁকে যদি খেলার সুযোগ মেলে, তা হলে ইতিহাস গড়তে সেই সুযোগ লুফে নিতে দেরি করবে না টাইগাররা। টেস্ট ম্যাচে জাকিরের টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিং কিন্তু সেই বার্তাও দিয়ে রেখেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকাতেই দ্রুত ব্যাট চালিয়েছেন বাঁহাতি ওপেনার। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হওয়া তরুণ পেসার হাসান মাহমুদও তেমনটাই বলেছেন, ‘আমি মনে করি তারা (সাদমান ও জাকির) বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি বল খেলার চেষ্টা করেছে।’
দিনের শেষ সেশনে অর্থাৎ চা বিরতির পর কেবল একটি ওভারই খেলা হয়েছে। পুরোটা সময় খেলা হলে হিসাবটা চুকেবুকে যেতে পারত। হাসান তাই মনে করছেন, শেষ দিনে আজ যদি একটি সেশনও ব্যাটিংয়ের সুযোগ দল পায়, তা হলে ইতিহাস গড়া জয়টা ধরা দেবে। বাংলাদেশ দল কত ওভার পেলে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৩ রান করতে পারবে, এমন প্রশ্নে তরুণ পেসার বলেছেন, ‘এটা আসলে বলা মুশকিল। বৃষ্টি না হলে চেষ্টা করতাম আজকের (সোমবার) মধ্যেই খেলা শেষ করার, এখন ভাবনা কালকের (আজ) প্রথম সেশনেই কীভাবে খেলা শেষ করা যায়।’
বৃষ্টির কারণে কন্ডিশন আরও বোলিংবান্ধব হয়ে উঠবে। সে ক্ষেত্রে পাকিস্তানি পেসার মির হামজা-খুররাম শাহজাদরা হয়ে উঠতে পারেন ভয়ংকর। তাদের বিপক্ষে অতি আগ্রাসী হতে গেলেও বিপদ হতে পারে। বিষয়টা অজানা নয় হাসানের। তাই বলে দিলেন, ‘যেকোনো পরিস্থিতিই মোকাবিলা করতে হবে।’ বর্তমান দলটি নিজেদের মধ্যে আলাপ-আলোচনায় পরিস্থিতি সামলাচ্ছে, হাসান বুঝিয়ে দিয়েছেন সেটাও, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা তাদের মতামত, অভিজ্ঞতা শেয়ার করছে, মাঠে ও মাঠের বাইরে সাপোর্ট দিচ্ছে।’
সবার সমর্থন পেয়েই টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ফাইফার পেয়েছেন, হাসান তার সাফল্যের ভাগ তাই সতীর্থদেরও দিয়েছেন, ‘দলের সবাইকেই আমি কৃতিত্ব দিতে চাই, বলের পেছনে যারা কঠোর সংগ্রাম করেছে। সহজ পরিকল্পনা ছিল, নতুন বল হাতে নিয়ে অধিনায়ক কিংবা দল যেমন চায় সেই লাইনে বল করা। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করার চেষ্টা করেছি। প্রত্যেকবারই আমরা উইকেট পেয়েছি। সবসময় আমাদের এটাই করা উচিত।’ এই টেস্টে হাসান তথা টাইগার বোলারদের কাজ শেষ। যতটুকু কাজ বাকি, তা করার দায়িত্ব কেবলই ব্যাটারদের।
সময়ের আলো/জেডআই