প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৬ এএম (ভিজিট : ২৪৮)
ভারতীয় উজানের পানি ও টানা বর্ষণে বন্যায় কবলিত হয় ফেনী জেলার অধিকাংশ গ্রাম। এতে করে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি মানবেতর জীবন যাপন করছে। সেখানে খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু। ফলে অধিকাংশ জায়গায় ত্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ১৫ জনের একটা টিম ৬০০ টি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর উদ্দেশ্যে। প্রতিটা প্যাকেটে আছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ৫ কেজি লবণ, স্যালাইন, ঔষধ ও ১ টি লুঙ্গি। এছাড়াও টিমে একজন ডাক্তার থাকছেন, যিনি প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনমতো ঔষধ দিবেন।
এব্যাপারে মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন,
বন্যা দুর্গতদের সাহায্যের লক্ষ্যে শালিখা উপজেলাবাসী ও তরুণ সমাজের এটা
একটি সম্মিলিত উদ্যোগ। উপজেলার অধিকাংশ মানুষ যে শান্তিপ্রিয় ও মানবিক,এটা
তার একটা উদাহরণ মাত্র।
সময়ের আলো/এএ/