ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৯ পিএম  (ভিজিট : ১২৮)
চলে গেলেন ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন। গত ৩০ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫২ বছর বয়স হয়েছিল এ তারকার।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যান্ডটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘হঠাৎ এবং দুঃখজনক’ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে গায়িকা ড্যানিয়েলের।

ব্যান্ডটি জানায়, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এবং আমরা এও জানি আপনাদেরও একই অনুভূতি হবে। ড্যানিয়েল ম্যুর আমাদের অনেক দিয়েছেন এবং আমরা তাকে ভীষণ ভালোবাসি। তার হঠাৎ মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। জনপ্রিয় এ গায়িকার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

তবে তার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে যে শোকের ছায়া নেমেছে, তা সংগীতজ্ঞদের বিভিন্ন শোকবার্তা জানান দিচ্ছে। অপটিমোর জেডি টুইচ, রোইসিন মারফি ও সিস্টার ব্লিস-সহ অন্যান্য সংগীতজ্ঞরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন ড্যানিয়েল ম্যুরকে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close