প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৩ পিএম (ভিজিট : ৩৮৪)
রাজধানীর বঙ্গবাজার এলাকায় শপিং মার্কেটে সিন্ডিকেটের চাঁদাবাজির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়াসহ আরো এক সাংবাদিক ও ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকেরা সমাজের দর্পনস্বরূপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ অনুসারে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম ব্যতীত গণতন্ত্র তথা জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই বলা যায় যে, গণমাধ্যমের স্বাধীনতা এবং কর্তব্যরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার ওপর যেকোনরকমের আঘাত আসার মানে প্রকারান্তরে বাংলাদেশের বাকস্বাধীনতার ওপরেই আঘাত আসা- যা কখনোই এদেশের গণতন্ত্রকামী ছাত্র সমাজ ও জনগণ মেনে নেবে না।
সময়ের আলো/এম