ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

দেশের উন্নয়নে ১০ খাতে কাজ করবে শ্বেতপত্র কমিটি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৩ এএম  (ভিজিট : ১৬৬)
দেশের উন্নয়নে ১০ খাতে শ্বেতপত্র কমিটি কাজ করবে উল্লেখ করে অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচায বলেছেন, শ্বেতপত্র কমিটি কোন কোন বিষয়ে মনোযোগ দেবে তা আজকের বৈঠকে চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো-সাধারণ অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, ব্যাংকিং খাত, মেগা প্রকল্প, কর আহরণ, পাচার হওয়া অর্থ, বৈষম্য, দারিদ্র্য বিমোচনসহ শিক্ষা-স্বাস্থ্য খাত নিয়ে কাজ করবে শ্বেতপত্র কমিটি। 

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন করে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এসব কথা বলেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 
ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড. জাহিদ হোসেন, ড. সেলিম রায়হান ও ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যেসব খাত নিয়ে দেশের উন্নয়নে কাজ করা হবে সে বিষয়গুলোর ওপর দায়িত্ব বণ্টন করা হয়েছে। তথ্যগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করে যাচাই করা হবে। দেশের বাইরে ও আলোচনাকে নিয়ে যাচ্ছি। যেসব নাগরিক ঢাকার বাইরে আছেন তাদের সঙ্গেও আলোচনা হবে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিভিন্ন দেশে অবস্থানরত বিশিষ্টজনদের কথা বলবে শ্বেতপত্র কমিটি। আগামী দুই মাসের মধ্যে কীভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। 

শ্বেতপত্র কমিটির এই প্রধান বলেন, ১২ সদস্যের শ্বেতপত্র কমিটি যাদের নিয়ে গঠিত হয়েছে, তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। 

কাদের সঙ্গে আলোচনা করা হবে সে তালিকা প্রকাশ করা হবে কি না জানতে চাইলে ড. দেবপ্রিয় বলেন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে। তালিকা করে আগে প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে। তারপর জানানো হবে।

ইন্টেরিম রিপোর্ট কবে পাওয়া যাবে জানতে চাইলে দেবপ্রিয় বলেন, কাজ শুরু হয়েছে। যেটা আগে হবে সে রিপোর্ট আগে দেওয়া হবে। লেখার সময় দেন। আগামী দুই তিন দিনের মধ্যে প্রারম্ভিক পরিচ্ছেদ অনুযায়ী আউটলাইনগুলো পাব।

বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বেেলন, জ্বালানি খাতসহ বিগত বছরগুলোতে হওয়া বৈদেশিক ঋণচুক্তিগুলো খতিয়ে দেখা হবে।

বেসরকারি গবেষণা সংস্থা-সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, বিগত বছরগুলোতে বিদেশি ঋণসংক্রান্ত চুক্তিগুলো যদি পাওয়া যায়, তা হলে আমরা খতিয়ে দেখে অবশ্যই তার মূল্যায়ন করব। বিশেষত আমরা জ্বালানি খাতের চুক্তির অনিয়মগুলো খতিয়ে দেখার কথা ভাবছি।

এর আগে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়।

২১ আগস্ট দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদন নিয়ে কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করেন দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির বাকি ১১ সদস্য হলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো কাজী ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম. তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরুর) প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম আরিফা সিদ্দিকী।


প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন থাকবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।


সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close