ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা আহত
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম  (ভিজিট : ১৪৮)
নাটোরের সিংড়ায় বিএনপির এক নেতাকে হাতুরি পিটিয়ে জখম ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতার নাম মো. আব্দুল হান্নান। তিনি সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা প্রভাষক মো. আব্দুল হান্নান মঙ্গলবার সন্ধ্যায় সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সভা শেষে বামিহাল বাজারে আসার পর একই ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল কুদ্দুসের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তার করতে ও ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে একপর্যায়ে কুদ্দুস ও তার লোকজন আব্দুল হান্নানকে হাতুরি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে।

পরবর্তীতে আব্দুল হান্নানকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আব্দুল কুদ্দুস বামিহাল পুলিশ ক্যাম্প লুট ও একাধিক হত্যা মামলার আসামি।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close