ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

পূর্বাচলে বাড়িঘরে ডাকাতি, নারী সহ আহত ৩
নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুট
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম  (ভিজিট : ৯৪)
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৮নং সেক্টরের গোবিন্দপুর এলাকায় বিল্লাল মাস্টারের বাড়িতেদূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা, ল্যাপটব, স্মার্টফোন ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল। এতে বাঁধা দিলে নারীসহ ৩ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করে ডাকাত সদস্যরা। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পূর্বাচল উপশহরের গোবিন্দপুর এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা।

বাড়ির মালিক বিল্লাল হোসেন জানান, গতরাতে রাজউক পূর্বাচল উপশহরের ৮নং সেক্টরের গোবিন্দপুর এলাকায় ২০-২৫ জনের ডাকাত দল তার বাড়ি সীমানা প্রাচীর বেয়ে ভেতরে ঢুকে বাড়ির সবাইকে হাতে পায়ে বেঁধে জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা, স্বর্নালঙ্কার, ল্যাপটব, স্মার্টফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

এসময় বাঁধা দিলে মাহমুদা আক্তার (৪৮), মোবাসিরা মুন্নী (২৪), সিয়াম ভূঁইয়া (১৮)সহ ৩ জনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় মাহমুদা আক্তারের কানের দুল দিতে না চাইলে কান ছিড়ে কানের দুল নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close