প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১১ পিএম (ভিজিট : ২৬২)
নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। একইসঙ্গে বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষায় যুগপৎ পরিবর্তন ও শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবি জানিয়েছে।
মঙ্গলবার ( ৪ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সঙ্গে বৈঠক করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এ দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন, অন্যতম নেতা এইচএম সায়েদুজ্জামান।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবিগুলো হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করা, নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির (কাঠামোবদ্ধ প্ৰশ্ন পদ্ধতি) উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করা ও তা দ্রুত সময়ের মধ্যে করা, পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগ দেওয়া অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারীর এমপিওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করা।
সময়ের আলো/এম