প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫০ পিএম (ভিজিট : ২৫৪)
ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকারীদের দ্রুত বিচার করাসহ ৯ দফা দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’আতে লিয়াজোঁ কমিটি। তাদের অন্যতম দাবি রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন করা।
বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। লিয়াজোঁ কমিটির সমন্বয় উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক লিখিত বক্তব্যে বলেন- শান্তি, সহমর্মিতা এবং মানবতার মূর্ত প্রতীক প্রিয় নবী হজরত মুহাম্মদ (দ.) এর শুভাগমনের দিনে যথাযোগ্যে মর্যাদায় জাতীয়ভাবে স্বতঃস্ফূর্ত ঈদ- এ- মিলাদুন্নবী (দ.) উদ্যাপনের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকারীদের দ্রুত বিচার, ধর্ম-বর্ণ, সকল নাগরিকের নিরাপত্তা বিধান, দেশের প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।
আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের গৌরবোজ্জ্বল বিজয়কে ম্লান করতে অনেক অশুভ পাঁয়তারা আমরা লক্ষ্য করছি। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু উগ্রপন্থিগোষ্ঠী দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারকারী হক্কানি পীর-আওলিয়ার মাজারে নগ্নভাবে হামলা-ভাঙচুর চালায় এবং মাজারের ওপর পৈশাচিক নৃত্য করতে দেখা যায়। মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে হুমকিধামকি দিয়ে ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও আলেমদের জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এ উগ্রবাদী হামলা করা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আ.ন.ম. মাসউদ হোসাইন আল-কাদেরী, মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী, অধ্যাপক এম.এ. মোমেন, মুফতী মাহমুদুল হাসান কাদেরী, মাওলানা মোশারফ হোসেন হেলালী, অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দীন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, অ্যাডভোকেট মোহাম্ম ইকবাল হাসান, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম. মাওলানা আবদুস সালাম, অ্যাডভোকেট হেলাল প্রমুখ।
সময়ের আলো/এম