প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৮ পিএম (ভিজিট : ৩২২)
মৌলভীবাজারের জুরি উপজেলার বাসিন্দা স্বর্ণা দাস (১৩ বছর বয়সী) গত এক সেপ্টেম্বর ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন। এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ভারত সরকারকে এক কূটনৈতিক পত্রে কড়া প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানায়।
বিএসএফের সীমান্ত হত্যারি ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারকে প্রতিবাদ পত্র এবং নিন্দা প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মনে করে সীমান্ত হত্যা একটি আপত্তিকর এবং অযৌক্তিক ঘটনা। সীমান্ত হত্যা ১৯৭৫ সালের ইন্দো-বাংলাদেশ সীমান্ত নির্দেশনার লঙ্ঘণ।
ভারত সরকারের প্রতি বাংলাদেশ এমন জঘন্য কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সকল সীমান্ত হত্যার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখির আহ্বান জানাচ্ছে।
সময়ের আলো/জেডআই