প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম (ভিজিট : ১৭৬)
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'শহীদী মার্চ' কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করা হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক মিছিল বের হয়ে দিনাজপুর পৌরসভার মোড়, সদর হাসপাতাল মোড়, লিলির মোড় হয়ে পাহাড়পুরস্থ রুদ্র চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে ফ্যাসিবাদের ঠিকানা-এই দেশে হবে না, আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে, লাখো শহীদের রক্ত-বৃথা যেতে দেবো না, ভারতী আগ্রাসন-ভেঙে দাও গুড়িয়ে দাও, দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা এসব শ্লোগান দেয়া হয়।
মিছিল শেষে রুদ্র চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ২০১৮ সালের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হারুনুর রশিদ হিমেল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা প্রতিনিধি একরামুল হক আবির।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা প্রতিনিধি একরামুল হক আবির, মোহাম্মদ আলী, আতিকুর রহমান শুভ, আমরিন ফায়সাল, মোসাদ্দেক হোসেনসহ বিপুলসংখ্যক ছাত্র জনতা অংশগ্রহণ করেন।
সময়ের আলো/জিকে