প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৫ পিএম আপডেট: ০৫.০৯.২০২৪ ১০:৪৪ পিএম (ভিজিট : ১১৭)
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাভার অঞ্চলের শহীদদের কবর জিয়ারত করেন শিক্ষার্থীরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর সন্ধ্যা সাতটার দিকে শহীদদের স্মরণে স্মরণসভা ও মোমবাতি প্রজ্জ্বলন এবং ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়৷
সার্বিক বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, আজকে স্বৈরাচার পতনের এক মাস হলো, এই আন্দোলনে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং একই সাথে এই আন্দোলনের জন্য আমাদের অনেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে। আজকের এই দিনে আমরা আমাদের সকল শহীদ ভাইদের স্মরণ করছি এবং মূলত তাদের স্মরণেই আমাদের আজকের আয়োজন। তবে আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা সবাইকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে, সামনে যারা দেশের নেতৃত্বে আসবে তারা যেন এই স্বৈরাচার পতনের আন্দোলনকে একটি উদাহরণ হিসেবে গ্রহণ করে।বাংলাদেশের মানুষ আর কোনোদিন কারো একক নেতৃত্বকে মেনে নিবে না।
সময়ের আলো/এম