আন্তঃসীমান্ত নদীতে আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ
ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুক্রবার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৮ পিএম (ভিজিট : ২৪৪)
আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করে বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে। ভারত অবৈধভাবে বাধ নির্মাণ করায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের এই অবৈধবাধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে শুক্রবার (৬ সেপ্টেম্বর) লং মার্চ করবে ইনকিলাব মঞ্চ। মূলত ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল জনমত তৈরি করতেই লং মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শরিফ ওসমান হাদি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, দেশ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি। আমরা দেখতে পাচ্ছি, ভারত পানিসন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে। ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল জনমত তৈরী করতে ইনকিলাব মঞ্চ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমূখে সকাল ৯ টায় শাহবাগ থেকে লং মার্চ শুরু করবে। এই লং মার্চ সকাল ১০ টায় যাত্রাবাড়ি চৌরাস্তায় ও দুপুর ২ টায় চান্দিনায় একটি পথসভা করবে। এরপরে বিকাল ৪ টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে।
সময়ের আলো/এম