ই-পেপার মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪

সর্বোচ্চ করদাতা শাহরুখ
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫০ এএম  (ভিজিট : ২৫০)
ভারতে তারকাদের মধ্যে সর্বোচ্চ কর দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। গত অর্থবছরে ৯২ কোটি রুপি আয়কর দিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতের সেলিব্রেটি করদাতাদের তালিকা। ২০২৩-২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি কর দিয়েছেন এই বলিউড বাদশা। শাহরুখ খানের পরেই রয়েছেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। তার দেওয়া করের অঙ্ক ৮০ কোটি রুপি।

তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সালমান খান এবং অমিতাভ বচ্চন। সালমান কর দিয়েছেন ৭৫ কোটি রুপি এবং অমিতাভ বচ্চনের দেওয়া করের পরিমাণ ৭১ কোটি রুপি। ৬৬ কোটি রুপি কর দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি। এরপরে আছেন অজয় দেবগন, তিনি ৪২ কোটি রুপি কর দিয়েছেন। সপ্তমে ধোনি, ৩৮ কোটি রুপি কর দিয়েছেন এই তারকা ক্রিকেটার। 

এরপরেই অভিনেতা রণবীর কাপুর, যিনি কর দিয়েছেন ৩৬ কোটি রুপি। এরপরে হৃত্বিক এবং শচীন টেন্ডুলকার দুজনেই ২৮ কোটি রুপি করে কর দিয়েছেন। এই তালিকার সেরা বিশে আছেন কারিনা, কিয়ারা ও ক্যাটরিনার নাম। 



সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close