ই-পেপার সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪
সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪

বিটিভি ও বেতারের প্রস্তাব ফেরালেন আসিফ
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪১ এএম  (ভিজিট : ১২৪)
দীর্ঘদিন ধরেই টিভি প্রোগ্রামে অংশ নিচ্ছেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে নানাভাবেই অবহেলিত ছিলেন তিনি। সম্প্রতি শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন এই গায়ক। কিন্তু সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী। আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন।

গায়ক লিখেছেন, ‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাক্সক্ষী বেতারে আছেন, যারা বিগত ১৬ বছর আমার গান চালাতে চাইত, পারত না এখন পারছে।’ বাংলাদেশ টেলিভিশন থেকেও আসিফের সঙ্গে যোগাযোগ করা হয়।

এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছেন, আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সঙ্গে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে।’ বেসরকারি টিভি চ্যানেলেও আর গাইতে চান না বলেও জানালেন আসিফ।


সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close